আসসালামু আলাইকুম, সবাইকে BCS Analysis এর পক্ষ থেকে শুভেচ্ছা।

যেকোন চাকরি প্রার্থী ই জানে, চাকুরির জন্য পূর্বের বছরের প্রশ্ন চর্চা করা কতটা গুরুত্বপূর্ণ। এজন্য আমরা বিসিএস প্রিলিমিনারির( BCS Preliminary) প্রশ্ন আপলোড করা শুরু করি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি প্রিলিমিনারি প্রশ্ন আপলোড করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি (46th BCS Preliminary Question) পরীক্ষার প্রশ্ন ও সমাধান তুলে ধরবো।

45th BCS Preliminary Question – ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন দেখুন

Table of Contents

46th BCS Preliminary Bangla Question – ৪৬ তম বিসিএস প্রিলি বাংলা প্রশ্নঃ

১। চর্যাপদের কবিরা ছিলেন-
(ক) মহাঘানী বৌদ্ধ
(খ) বজ্রঘানী বৌদ্ধ
(গ) বাউল
(ঘ) সহজঘানী বৌদ্ধ
উত্তরঃ (ঘ) সহজঘানী বৌদ্ধ

২। ‘শূন্যপূরাণের’ রচয়িতা-
(ক) রামাই পন্ডিত
(খ) হলায়ূধ মিশ্র
(গ) কাহ্নপা
(ঘ) কুক্কুরীপা
উত্তরঃ (ক) রামাই পন্ডিত

৩। বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
(ক) শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
(খ) বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
(গ) চর্যাপদের প্রাপ্তিস্থান
(ঘ) শ্রীকৃষ্ণকীর্ত্তন কাব্যের প্রাপ্তিস্থান
উত্তরঃ (ঘ) শ্রীকৃষ্ণকীর্ত্তন কাব্যের প্রাপ্তিস্থান

৪। ‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ ।–––– কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
(ক) নূরনামা
(খ) নসিহতনামা
(গ) মধুমালতী
(ঘ) ইউসুফ-জুলেখা
উত্তরঃ (ক) নূরনামা

৫। আলাওল কোন শতাব্দীর কবি?
(ক) পঞ্চদশ
(খ) ষোড়শ
(গ) সপ্তদশ
(ঘ) অষ্টাদশ
উত্তরঃ (গ) সপ্তদশ

৬। কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
(ক) রবীন্দ্র সংগীত
(খ) নজরুল সংগীত
(গ) ভাটিয়ালি গান
(ঘ) বাউল গান
উত্তরঃ (ঘ) বাউল গান

৭। চন্ডীচরণ মুন্সী কে?
(ক) শ্রীরামপুর মিশনের লিপিকর
(খ) ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
(গ) কেরী সাহেবের মুন্সী গ্রন্হের রচয়িতা
(ঘ) সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
উত্তরঃ (খ) ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত

৮। ‘রত্নপরীক্ষা’ গ্রন্হের রচয়িতা-
(ক) রামমোহন রায়
(খ) অক্ষরকুমার দত্ত
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রাধানাথ শিকদার
উত্তরঃ (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৯। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
(ক) দ্বারকানাথ ঠাকুর
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রথীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) প্রমথ চৌধুরী
উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

১০। ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্হের চরিত্র?
(ক) কমলাকান্ত
(খ) লোকরহস্য
(গ) মুচিরাম গুড়ের জীবনচরিত
(ঘ) যুগলাঙ্গুরীয়
উত্তরঃ (ক) কমলাকান্ত

১১। দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদক-
(ক) জশুয়া মার্শম্যান
(খ) ডেভিড হেয়ার
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

১২। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
(ক) বিসর্জন
(খ) রক্তকরবী
(গ) মুক্তধারা
(ঘ) ডাকঘর
উত্তরঃ (খ) রক্তকরবী

১৩। ‘তৈল’ প্রবন্ধটি লিখেছেন-
(ক) সুকুমার রায়
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) শিবনারায়ণ রায়
(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তরঃ (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

১৪। “নাম রেখিছি কোমল গান্ধার” কাব্যের রচিয়তা-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বিষ্ণু দে
(গ) অমিয় চক্রবর্তী
(ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ (খ) বিষ্ণু দে

১৫। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’- গানটির রচয়িতা-
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) গোলাম মোস্তফা
(গ) জসীমউদ্‌দীন
(ঘ) আব্বাস উদ্দীন আহমদ
উত্তরঃ (ক) কাজী নজরুল ইসলাম

১৬। শামসুর রাহমানের রচিত উপন্যাস-
(ক) পতঙ্গ পিঞ্জর
(খ) প্রেম একটি লাল গোলাপ
(গ) রৌদ্র করোটিতে
(ঘ) অদ্ভূত আঁধার এক
উত্তরঃ (ঘ) অদ্ভূত আঁধার এক

১৭। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
(ক) অস্তিত্ববাদ
(খ) অভিব্যক্তিবাদ
(গ) পরাবাস্তববাদ
(ঘ) দ্বৈতাদ্বৈতবাদ
উত্তরঃ (ঘ) দ্বৈতাদ্বৈতবাদ

১৮। ‘পৃথক পালঙ্ক’ কাব্যগ্রন্হের কবি-
(ক) আল মাহমুদ
(খ) রফিক আজাদ
(গ) আবুল হাসান
(ঘ) আবুল হোসেন
উত্তরঃ (গ) আবুল হাসান

১৯। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
(ক) জ্যোতিপ্রকাশ দত্ত
(খ) রিজিয়া রহমান
(গ) শহীদুল জহির
(ঘ) দিলারা হাশেম
উত্তরঃ (গ) শহীদুল জহির

২০। “একুশ মানে মাথা নত না করা”- এই অমর পঙ্‌ক্তির রচয়িতা-
(ক) আবদুল গাফফার চৌধুরী
(খ) আবুল ফজল
(গ) মুনীর চৌধুরী
(ঘ) সিরাজুল ইসলাম চৌধুরী
উত্তরঃ (খ) আবুল ফজল

২১। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
(ক)আ
(খ) এ
(গ) উ
(ঘ) ও
উত্তরঃ (গ) উ

২২। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ-
(ক) তৎসম
(খ) তদ্ভব
(গ) দেশি
(ঘ) বিদেশি
উত্তরঃ (গ) দেশি

২৩। ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্হের রচয়িতা-
(ক) মুহম্মদ আবদুল হাই
(খ) মুহম্মদ শহীদুল্লাহ্
(গ) মুনীর চৌধুরী
(ঘ) মুহম্মদ এনামুল হক
উত্তরঃ (ক) মুহম্মদ আবদুল হাই

২৪। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
উত্তরঃ (খ) ২টি

২৫। যোগরূঢ় শব্দ কোনটি?
(ক) কলম
(খ) মলম
(গ) বাঁশি
(ঘ) শাখামৃগ
উত্তরঃ (ঘ) শাখামৃগ

২৬। উপসর্গযুক্ত শব্দ-
(ক) বিদ্যা
(খ) বিদ্রোহী
(গ) বিষয়
(ঘ) বিপুল
উত্তরঃ (খ) বিদ্রোহী

২৭। বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
(ক) সরোবরে
(খ) চশমা
(গ) সরোজ
(ঘ) চম্পক
উত্তরঃ (ক) সরোবরে

২৮। কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?
(ক) ভাইবোন
(খ) রাজপথ
(গ) বকলম
(ঘ) ঐকিক
উত্তরঃ (ঘ) ঐকিক

২৯। ‘শিরশ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
(ক) শির + ছেদ
(খ) শিরঃ + ছেদ
(গ) শিরশ্ + ছেদ
(ঘ) শির + উচ্ছেদ
উত্তরঃ (খ) শিরঃ + ছেদ

৩০। ‘নীলকর’ কোন সমাসের দৃষ্টান্ত?
(ক) দ্বন্দ্ব
(খ) বহুব্রীহি
(গ) নিত্য
(ঘ) উপপদ তৎপুরুষ
উত্তরঃ (ঘ) উপপদ তৎপুরুষ

৩১। ‘Pedagogy’ শব্দের পরিভাষা-
(ক) সহশিক্ষা
(খ) নারীশিক্ষা
(গ) শিক্ষাতত্ত্ব
(ঘ) শিক্ষানীতি
উত্তরঃ (গ) শিক্ষাতত্ত্ব

৩২। ‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?
(ক) বন্ধুর
(খ) অসম
(গ) সুষম
(ঘ) ঋজু
উত্তরঃ (ঘ) ঋজু

৩৩। বাংলা একাডেমির ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ কত সালে প্রণীত হয়?
(ক) ১৯৯০
(খ) ১৯৯২
(গ) ১৯৯৪
(ঘ) ১৯৯৬
উত্তরঃ (খ) ১৯৯২

৩৪। কোন বানানটি শুদ্ধ?
(ক) মুলো
(খ) মুলা
(গ) ধুলি
(ঘ) ধূলো
উত্তরঃ (খ) মুলা

৩৫। ‘নদী’র সমার্থ শব্দ কোনটি?
(ক) সিন্ধু
(খ) হিল্লোল
(গ) তটিনী
(ঘ) নির্ঝর
উত্তরঃ (গ) তটিনী

46th BCS Preliminary English Question – ৪৬ তম বিসিএস ইংরেজি প্রশ্নঃ

৩৬। Which of the following words can be used as a verb?
(ক) mobile
(খ) sugar
(গ) media
(ঘ) sand
উত্তরঃ (ঘ) sand

৩৭। In which sentence ‘Like’ is used as a preposition?
(ক) He likes to eat fish
(খ) he laughs like his father does
(গ) He climed the tree like a cat
(ঘ) Like minded people are necessary to start a business
উত্তরঃ (গ) He climed the tree like a cat

৩৮। He died following the incident The word following is a/an–
(ক) adjective
(খ) adverb
(গ) noun
(ঘ) preposition
উত্তরঃ (ঘ) preposition

৩৯। Writing a diary is a very good practice to develop the writing skill. The word “Writing a diary” is a/an–
(ক) noun phrase
(খ) verbal phrase
(গ) adjective phrase
(ঘ) adverbial phrase
উত্তরঃ (ক) noun phrase

৪০। Fill in the blank with the correct word. __ he lay on the ground groaning
(ক) Injured
(খ) Injuring
(গ) having injured
(ঘ) Be injured
উত্তরঃ (গ) having injured

৪১। Find out the meaning of the following phrase: By and large
(ক) very large
(খ) on the whole
(গ) far away
(ঘ) the largest one
উত্তরঃ (খ) on the whole

৪২। He went back on his promise of voting for me. Choose the best alternative for the word “went back
(ক) withdrew
(খ) forgot
(গ) reinforced
(ঘ) support
উত্তরঃ (ক) withdrew

৪৩। ‘Let the cat out of the bag’ means ––
(ক) bring out a cat from a bag
(খ) let a cat move at large
(গ) reveal a secret carelessly
(ঘ) take a pre-caucious steps
উত্তরঃ (গ) reveal a secret carelessly

৪৪। He is a man to depend on. The part to depend on is __ .
(ক) a noun phrase
(খ) an adjective phrase
(গ) an adverbial phrase
(ঘ) a prepositional phrase
উত্তরঃ (খ) an adjective phrase

৪৫। His dream that he will be a BCS Cadre finally came true. The bold part is —
(ক) a noun clause
(খ) an adjective clause
(গ) an independent clause
(ঘ) a co-ordinate clause
উত্তরঃ (ক) a noun clause

৪৬। Which of the following is a correct simple sentence?
(ক) All that glitters is not gold
(খ) All’s well that ends well
(গ) Do or die
(ঘ) I saw an old man walking past me
উত্তরঃ (ঘ) I saw an old man walking past me

৪৭। Which is the correct complex form of the sentence? ‘A corrupt man cannot win the respect of others’
(ক) A man who is corrupt cannot respect others
(খ) A man does not respect others who are corrupt.
(গ) A man who is corrupt cannot win the respect of others.
(ঘ) A man who can win the respect of others cannot be corrupt.
উত্তরঃ (গ) A man who is corrupt cannot win the respect of others.

৪৮। Find out the correct positive form of the sentence: ‘Who else is the better player than Zaman in the team?’
(ক) Is there any other player in this team who is as good as Zaman?
(খ) Who is the best player than Zaman in this team?
(গ) Is there any other players in this team who is as good as Zaman?
(ঘ) Are there any other player in this team who are as good as Zaman?
উত্তরঃ (ক) Is there any other player in this team who is as good as Zaman?

৪৯। The submarine dipped to avoid __ by the enemy plane.
(ক) see
(খ) seeing
(গ) being seen
(ঘ) seen
উত্তরঃ (গ) being seen

৫০। In fear of _ he escaped elsewhere.
(ক) arresting
(খ) arrested
(গ) being arrested
(ঘ) having arrested
উত্তরঃ (গ) being arrested

৫১। I didn’t follow who passed by me. It____ Shajib.
(ক) were
(খ) must be
(গ) might be
(ঘ) was
উত্তরঃ (গ) might be

৫২। Samin is my colleague. I _ him for ten years.
(ক) know
(খ) knew
(গ) have known
(ঘ) have been known
উত্তরঃ (গ) have known

৫৩। The snow swirls _ the valley.
(ক) up
(খ) in
(গ) down
(ঘ) through
উত্তরঃ (গ) down

৫৪। There is a coffee shop __ the street.
(ক) at
(খ) on
(গ) before
(ঘ) across
উত্তরঃ (ঘ) across

৫৫। Identify the correct sentences:
(ক) He has said to me that I will go but you will stay there in Dhaka.
(খ) He has told me that he will go but I will stay here in Dhaka.
(গ) He has told me that I would go but you would stay here in Dhaka.
(ঘ) He has told me that he would go but I would stay here in Dhaka.
উত্তরঃ (খ) He has told me that he will go but I will stay here in Dhaka.

৫৬। Identify the correct sentences:
(ক) The room was darkened by switching off all the lights.
(খ) The room was darkened switching off all the lights.
(গ) The room was darkened to switch off all the lights.
(ঘ) Switching off all the lights the room was darkened.
উত্তরঃ (ক) The room was darkened by switching off all the lights.

৫৭। Identify the correct sentences:
(ক) Had you been there on time, you could have had the information.
(গ) If you had been there on time, you could have the information.
(গ) If you have been there on time, you might get the information.
(ঘ) Had been you there, you could have got the information.
উত্তরঃ (ক) Had you been there on time, you could have had the information.

৫৮। Identify the correct sentences:
(ক) There are trees on the both sides of the road.
(খ) There are trees on both the sides of the road.
(গ) There are trees, on the side of the road.
(ঘ) There are trees on either sides of the road.
উত্তরঃ (ক) There are trees on both the sides of the road.

৫৯। The antonym of ‘boisterous’ is —
(ক) noisy
(খ) quit
(গ) unruly
(ঘ) cheerful
উত্তরঃ  সঠিক উত্তর নেই। quit এর পরিবর্তে Quiet হতো

৬০। ‘Plagiarism’ means-
(ক) the act of using someones else’s idea as one’s own.
(খ) the act of planning everything beforehand.
(গ) the act of playing a musical instrument.
(ঘ) the art of dealing with forgery.
উত্তরঃ the act of using someones else’s idea as one’s own.

৬১। The two cities in A Tale of Two Cities are –
(ক) London and Manchester
(খ) London and Paris
(গ) Paris and New York
(ঘ) Paris and Geneva
উত্তরঃ London and Paris

৬২। The line ‘Frailty, thou name is woman’ occurs in Shakespeare’s play –
(ক) Hamlet
(খ) Macbeth
(গ) Othello
(ঘ) King Lear
উত্তরঃ (ক) Hamlet

৬৩। Who of the following compiled an English Dictionary?
(ক) Samuel Johnson
(খ) T.S. Eliot
(গ) John Dryden
(ঘ) William Congreve
উত্তরঃ (ক) Samuel Johnson

৬৪। Which is not a poetry form?
(ক) Sonnet
(খ) Ballad
(গ) Tale
(ঘ) Epic
উত্তরঃ (গ) Tale

৬৫। ‘I am a man more sinned against than sinning’ This is uttered by –
(ক) Horatio
(খ) Hamlet
(গ) King Lear
(ঘ) Macbeth
উত্তরঃ (গ) King Lear

৬৬। Which event influenced the literature of the Romantic Period?
(ক) French revolution
(খ) Industrial Revolution
(গ) Russian Revolution
(ঘ) Hundred Year’s War
উত্তরঃ (ক) French revolution

৬৭। The author of “A Farewell to Arms” is –
(ক) Somerset Maugham
(খ) Ernest Hemingway
(গ) D.H. Lawrence
(ঘ) Jane Austen
উত্তরঃ (খ) Ernest Hemingway

৬৮। Who is the most famous satirist in English literature?
(ক) Alexander Pope
(খ) Jonathan Swift
(গ) John Dryden
(ঘ) William Wordsworth
উত্তরঃ (খ) Jonathan Swift

৬৯। Which period is known as “The Golden Age of English Literature”?
(ক) The Victorian Age
(খ) The Elizabethan Age
(গ) The Eighteen century
(ঘ) The Restoration period
উত্তরঃ (খ) The Elizabethan Age

৭০। Which novel is written by an Indian novelist?

(ক) The Ministry of Utmost Happiness
(খ) The Return of the Native
(গ) Things Fall Apart
(ঘ) Heart of Darkness
উত্তরঃ (ক) The Ministry of Utmost Happiness

46th BCS Preliminary Bangladesh Affairs Question – ৪৬ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নঃ

৭১। পাহাড়পুরের ‘সোমপুর মহাবিহার’ বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন?
(ক) মৌর্য
(খ) পাল
(গ) গুপ্ত
(ঘ) চন্দ্র
উত্তরঃ (খ) পাল

৭২। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
(ক) মোহাম্মদ সোলায়মান
(খ) আব্দুল খালেক
(গ) মাহবুব উদ্দিন আহমেদ
(ঘ) শৈলেন্দ্র কিশোর চৌধুরী
উত্তরঃ (গ) মাহবুব উদ্দিন আহমেদ

৭৩। ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দু’টি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?
(ক) বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষা
(খ) অর্থ ও পররাষ্ট্র
(গ) স্বরাষ্ট্র ও পরিকল্পনা
(ঘ) প্রতিরক্ষা ও পররাষ্ট্র
উত্তরঃ (ঘ) প্রতিরক্ষা ও পররাষ্ট্র

৭৪। বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কী?
(ক) সিলেট ও চট্টগ্রাম
(খ) ঢাকা ও ময়মনসিংহ
(গ) কুমিল্লা ও নোয়াখালী
(ঘ) রাজশাহী ও রংপুর
উত্তরঃ (ক) সিলেট ও চট্টগ্রাম

৭৫। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
(ক) সিলেট
(খ) খুলনা
(গ) বরিশাল
(ঘ) চট্রগ্রাম
উত্তরঃ (গ) বরিশাল

৭৬। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
(ক) পরিকল্পনা
(খ) শিল্প
(গ) বাণিজ্য
(ঘ) অর্থ
উত্তরঃ (গ) বাণিজ্য

৭৭। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
(ক) ভূমি রাজস্ব
(খ) মূল্য সংযোজন কর
(গ) আয়কর
(ঘ) আমদানি শুল্ক
উত্তরঃ (খ) মূল্য সংযোজন কর

৭৮। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী?
(ক) বিজু
(খ) রাশ
(গ) সাংগ্রাই
(ঘ) বাইশু
উত্তরঃ (গ) সাংগ্রাই

৭৯। বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
(ক) লিটন দাস
(খ) মুশফিকুর রহিম
(গ) সাকিব আল হাসান
(ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ
উত্তরঃ (ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ

৮০। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
(ক) ২৫
(খ) ২৬
(গ) ২৭
(ঘ) ২৮
উত্তরঃ (ক) ২৫

৮১। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীসত্ত্বায় রয়েছে?
(ক) গারো
(খ) সাওতাল
(গ) মনিপুরি
(ঘ) চাকমা
উত্তরঃ (ক) গারো

৮২। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?
(ক) প্রধানমন্ত্রীর কার্যালয়
(খ) বিচার বিভাগ
(গ) নির্বাহী বিভাগ
(ঘ) মন্ত্রীপরিষদ বিভাগ
উত্তরঃ (গ) নির্বাহী বিভাগ

৮৩। বাংলাদেশে কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস?
(ক) সালদা
(খ) হালদা
(গ) পদ্মা
(ঘ) কুমার
উত্তরঃ (খ) হালদা

৮৪। ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?
(ক) ৬
(খ) ৭
(গ) ৮
(ঘ) ৯
উত্তরঃ (ক) ৬

৮৫। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
(ক) সাজেদা চৌধুরী
(খ) নুরজাহান মোর্শেদ
(গ) রাফিয়া আক্তার ডলি
(ঘ) রাজিয়া বানু
উত্তরঃ (ঘ) রাজিয়া বানু

৮৬। কৃষ্ণগহবর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
(ক) কুদরত-ই-খুদা
(খ) কাজী মোতাহার হোসেন
(গ) জামাল নজরুল ইসলাম
(ঘ) আব্দুল মতিন চৌধুরী
উত্তরঃ (গ) জামাল নজরুল ইসলাম

৮৭। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
(ক) মানবাধিকার
(খ) নারীর ক্ষমতায়ন
(গ) শিশু মৃত্যুহার হ্রাস
(ঘ) মাতৃ মৃত্যুহার হ্রাস
উত্তরঃ (খ) নারীর ক্ষমতায়ন

৮৮। বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?
(ক) ২০৩১
(খ) ২০৩৫
(গ) ২০৪১
(ঘ) ২০৪৫
উত্তরঃ (গ) ২০৪১

৮৯। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) যুক্তরাজ্য
(গ) জার্মানী
(ঘ) স্পেন
উত্তরঃ (ক) যুক্তরাষ্ট্র

৯০। বাংলাদেশের নবীনতম নদী কোনটি?
(ক) পদ্মা
(খ) যমুনা
(গ) জিণ্জিরাম
(ঘ) মেঘনা
উত্তরঃ (খ) যমুনা

৯১। ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) গুরু দত্ত
(খ) শিবু সিরিল
(গ) শ্যাম বেনেগাল
(ঘ) বিশাল ভরদ্বাজ
উত্তরঃ (গ) শ্যাম বেনেগাল

৯২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন?
(ক) সেপ্টেম্বর
(খ) অক্টোবর
(গ) নভেম্বর
(ঘ) ডিসেম্বর
উত্তরঃ (ক) সেপ্টেম্বর

৯৩। The Foreshadowing of Bangladesh গবেষণা গ্রন্থটির লেখক কে?
(ক) রেহমান সোবহান
(খ) আনিসুর রহমান
(গ) নুরুল ইসলাম
(ঘ) হারুন-অর-রশিদ
উত্তরঃ (ঘ) হারুন-অর-রশিদ

৯৪। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) সৈয়দ নজরুল ইসলাম
(গ) তাজউদ্দীন আহমেদ
(ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
উত্তরঃ (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৯৫। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?
(ক) ৪০.৮
(খ) ৪০.৯
(গ) ৪১.৬
(ঘ) ৪১.৮
উত্তরঃ (ঘ) ৪১.৮

৯৬। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
(ক) ৯৫
(খ) ৯৬
(গ) ৯৭
(ঘ) ৯৮
উত্তরঃ (ক) ৯৫

৯৭। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল?
(ক) ২১৯
(খ) ২২১
(গ) ২২৩
(ঘ) ২২৫
উত্তরঃ (গ) ২২৩

৯৮। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
(ক) সংযুক্ত আরব আমিরাত
(খ) সৌদিআরব
(গ) কুয়েত
(ঘ) মালয়েশিয়া
উত্তরঃ (খ) সৌদিআরব

৯৯। কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন?
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
উত্তরঃ (গ) ৫

১০০। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে?
(ক) পাকিস্তান
(খ) দক্ষিণ আফ্রিকা
(গ) ভারত
(ঘ) জিম্বাবুয়ে
উত্তরঃ (ঘ) জিম্বাবুয়ে

46th BCS Preliminary International Affairs Question – ৪৬ তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নঃ

১০১। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
(ক) ৫ জুন
(খ) ১০ জুন
(গ) ২০ জুন
(ঘ) ২৫ জুন
উত্তরঃ (গ) ২০ জুন

১০২। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) রোম
(খ) ভিয়েনা
(গ) জেনেভা
(ঘ) পিটসবার্গ
উত্তরঃ (খ) ভিয়েনা

১০৩। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৭৪
(খ) ২০১১
(গ) ২০১৩
(ঘ) ২০১৫
উত্তরঃ (খ) ২০১১

১০৪। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?
(ক) ইরান
(খ) ইরাক
(গ) জর্ডান
(ঘ) সিরিয়া
উত্তরঃ (ঘ) সিরিয়া

১০৫। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট ‘জি৭৭’ এর বর্তমান সদস্য সংখ্যা কত?
(ক) ১০৫
(খ) ১১৫
(গ) ১২৫
(ঘ) ১৩৫
উত্তরঃ (ঘ) ১৩৫

১০৬। “২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে” – এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?
(ক) টার্গেট ১.১
(খ) টার্গেট ১.২
(গ) টার্গেট ১.৩
(ঘ) টার্গেট ১.৪
উত্তরঃ (খ) টার্গেট ১.২

১০৭। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-
(ক) চীন
(খ) জাপান
(গ) ডেনমার্ক
(ঘ) সুইডেন
উত্তরঃ (ক) চীন

১০৮। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫
উত্তরঃ (ক) ১৯৭২

১০৯। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল-
(ক) সৌদি আরব
(খ) কুয়েত
(গ) ওমান
(ঘ) জর্দান
উত্তরঃ (ক) সৌদি আরব

১১০। কপ ২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
(ক) শরণার্থীর অধিকার
(খ) জ্বালানি নিরাপত্তা
(গ) সমুদ্র সীমানা
(ঘ) জলবায়ু পরিবর্তন
উত্তরঃ (ঘ) জলবায়ু পরিবর্তন

১১১। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
(ক) আফগানিস্তান
(খ) মায়ানমার
(গ) পেরু
(ঘ) মালি
উত্তরঃ (ক) আফগানিস্তান

১১২। বৈশ্বিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
(ক) আইসল্যান্ড
(খ) জাপান
(গ) সিংগাপুর
(ঘ) সুইজারল্যান্ড
উত্তরঃ (ক) আইসল্যান্ড

১১৩। ‘বার বিধি’ (The Twelve Tables) কী?
(ক) রোমান আইনের ভিত্তি
(খ) স্থাপত্যের ১২টি নির্দেশনা
(গ) ফুটবল খেলার নিয়মাবলি
(ঘ) স্থানীয়/ দেশি খেলা
উত্তরঃ (ক) রোমান আইনের ভিত্তি

১১৪। সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
(ক) ভারত ও চীন
(খ) নেপাল ও চীন
(গ) পাকিস্তান ও চীন
(ঘ) ভারত ও পাকিস্তান
উত্তরঃ (ঘ) ভারত ও পাকিস্তান

১১৫। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
(ক) জলবায়ু কার্যক্রম
(খ) মানসম্মত শিক্ষা
(গ) দারিদ্র বিমোচন
(ঘ) শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
উত্তরঃ (খ) মানসম্মত শিক্ষা

১১৬। জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-
(ক) কার্টাগোনা প্রটোকল
(খ) মন্ট্রিল প্রটোকল
(গ) কিয়াটো প্রটোকল
(ঘ) প্যারিস চুক্তি
উত্তরঃ (ক) কার্টাগোনা প্রটোকল

১১৭। ‘Friday For Futute’ কোন ধরনের আন্দোলন?
(ক) ধর্মীয় আন্দোলন
(খ) পরিবেশবাদী আন্দোলন
(গ) শান্তিবাদী আন্দোলন
(ঘ) গণতান্ত্রিক আন্দোলন
উত্তরঃ (খ) পরিবেশবাদী আন্দোলন

১১৮। আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
(ক) ২ বৎসর
(খ) ৩ বৎসর
(গ) ৬ বৎসর
(ঘ) ৯ বৎসর
উত্তরঃ (খ) ৩ বৎসর

১১৯। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
(ক) আর্টিকেল ২
(খ) আর্টিকেল ৩
(গ) আর্টিকেল ৪
(ঘ) আর্টিকেল ৫
উত্তরঃ (ঘ) আর্টিকেল ৫

১২০। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
(ক) উদারবাদ
(খ) বাস্তববাদ
(গ) মার্ক্সবাদ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ঘ) কোনোটিই নয়

46th BCS Preliminary Geography Question – ৪৬ তম বিসিএস প্রিলি ভূগোল প্রশ্নঃ

১২১। হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
(ক) বিরামপুর, দিনাজপুর
(খ) ঘোড়াঘাট, দিনাজপুর
(গ) হাকিমপুর, দিনাজপুর
(ঘ) পাঁচবিবি, জয়পুর হাট
উত্তরঃ (গ) হাকিমপুর, দিনাজপুর

১২২। ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫°। ঢাকার সময় মধ্যাহ্ন ১২:০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে-
(ক) সকাল ০৯:০০ টা
(খ) বিকাল ০৩:০০ টা
(গ) সন্ধ্যা ০৬:০০ টা
(ঘ) রাত ০৯:০০ টা
উত্তরঃ (খ) বিকাল ০৩:০০ টা

১২৩। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত?
(ক) ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
(খ) ইন্ডিয়ান ও বার্মিজ
(গ) ইন্ডিয়ান ও আফ্রিকান
(ঘ) বার্মিজ ও ইউরেশিয়ান
উত্তরঃ (ক) ইন্ডিয়ান ও ইউরেশিয়ান

১২৪। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল-
(ক) ৫.৫° সেলসিয়াস/কিলোমিটার
(খ) ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার
(গ) ৭.৫° সেলসিয়াস/কিলোমিটার
(ঘ) ৮.৫° সেলসিয়াস/কিলোমিটার
উত্তরঃ (খ) ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার

১২৫। দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন (কপ-২৮) মূল ফোকাস ছিল-
(ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
(খ) জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক
(গ) ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
(ঘ) মরুকরণ প্রক্রিয়া বিষয়ক
উত্তরঃ (ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ

১২৬। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?
(ক) ১৮০°
(খ) ৩৬০°
(গ) ৯০°
(ঘ) ০°
উত্তরঃ (গ) ৯০°

১২৭। জাপানিজ শব্দ ‘সুনামি’ এর অর্থ কী?
(ক) বিশালাকৃতির ঢেউ
(খ) সামুদ্রিক ঢেউ
(গ) জলোচ্ছ্বাস
(ঘ) পোতাশ্রয়ের ঢেউ
উত্তরঃ (ঘ) পোতাশ্রয়ের ঢেউ

১২৮। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?
(ক) মরুকরণ
(খ) বন্যা
(গ) সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
(ঘ) ভূমিকম্প
উত্তরঃ (ঘ) ভূমিকম্প

১২৯। বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?
(ক) নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
(খ) নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
(গ) নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
(ঘ) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা
উত্তরঃ (ক) নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা

১৩০। নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ (Hazard)?
(ক) ভূমিকম্প
(খ) ভূমিধস
(গ) সুনামি
(ঘ) খরা
উত্তরঃ (ঘ) খরা

46th BCS Preliminary Math Question – ৪৬ তম বিসিএস প্রিলি গণিত প্রশ্নঃ

১৩১। নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
(ক) ৩৩/৫০
(খ) ৮/১১
(গ) ৩/৫
(ঘ) ১৩/২৭
উত্তরঃ (খ) ৮/১১

১৩২। বার্ষিক ৫% হারে মুনাফায় ৪০০ টাকা ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত
(ক) ৪৪০ টাকা
(খ) ৪৪১ টাকা
(গ) ৪৪৫ টাকা
(ঘ) ৪৫০ টাকা
উত্তরঃ (খ) ৪৪১ টাকা

১৩৩। ১০০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?
(ক) ১ : ৯
(খ) ২ : ৫
(গ) ২ : ৩
(ঘ) ৩ : ৫
উত্তরঃ (গ) ২ : ৩

১৩৪। X2 – 7x + 12 ≤ 0 এর সমাধান সেট –
(ক) ( -∞, 3]
(খ) (3, 4)
(গ) [3, 4]
(ঘ) [4, ∞)
উত্তরঃ [3, 4]

১৩৫। X2 + y2 + z2 = 2, xy + yz +zx = 1 হলে, (x + 2y)2 + (y + 2z)2 + (z + 2x)2 এর মান-
(ক) 12
(খ) 19
(গ) 16
(ঘ) 14
উত্তরঃ (ঘ) 14

১৩৬। 3x – y = 3, 5x + y = 21 হলে, (x,y) এর মান –
(ক) (2, 5)
(খ) (2, 6)
(গ) (3, 5)
(ঘ) (3, 6)
উত্তরঃ (ঘ) (3, 6)

১৩৭। 1/2 × 2x-3 + 1 =5 হলে x এর মান কত?
(ক) 3
(খ) 4
(গ) 5
(ঘ) 6
উত্তরঃ (ঘ) 6

১৩৮। Log√8x=10/3 হলে x এর মান কত?
(ক) 32
(খ) 8
(গ) 3
(ঘ) √8
উত্তরঃ (ক) 32

১৩৯। ১ হতে বড় ১০০০ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য?
(ক) 33
(খ) 35
(গ) 37
(ঘ) 41
উত্তরঃ সঠিক উত্তর নাই, সঠিক উত্তর 29

১৪০। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি. হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
(ক) ১৬π বর্গ সে.মি.
(খ) ৩২π বর্গ সে.মি.
(গ) ৩৬π বর্গ সে.মি.
(ঘ) ৪৮π বর্গ সে.মি.
উত্তরঃ (খ) ৩২π বর্গ সে.মি.

১৪১। কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮° ও ৬২°। ত্রিভুজটি কোন ধরনের?
(ক) সমকোণী
(খ) সূক্ষ্মকোণী
(গ) স্থূলকোণী
(ঘ) সমদ্বিবাহু সমকোণী
উত্তরঃ (ক) সমকোণী

১৪২। 4 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত?
(ক) 8π বর্গ সে. মি.
(খ) 6π বর্গ সে. মি.
(গ) 4π বর্গ সে. মি.
(ঘ) 2√2πবর্গ সে. মি.
উত্তরঃ (ক) 8π বর্গ সে. মি.

১৪৩। CONIC শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?
(ক) 24
(খ) 40
(গ) 60
(ঘ) 120
উত্তরঃ (গ) 60

১৪৪। যদি A = {x : x হলো 5, 7 দ্বারা বিভাজ্য এবং x < 150} হয় তবে P(A) এর সদস্য সংখ্যা কত?
(ক) 8
(খ) 12
(গ) 14
(ঘ) 16
উত্তরঃ (ঘ) 16

১৪৫। একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
(ক) 3/10
(খ) 5/7
(গ) 7/5
(ঘ) 7/10
উত্তরঃ (খ) 5/7

46th BCS Preliminary Science Question – ৪৬ তম বিসিএস প্রিলি বিজ্ঞান প্রশ্নঃ

১৪৬। নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়?
(ক) জলীয় বাষ্প (H2O)
(খ) কার্বন ডাইঅক্সাইড (CO2)
(গ)মিথেন (CH4)
(ঘ) নাইট্রিক অক্সাইড (NO)
উত্তরঃ (ঘ) নাইট্রিক অক্সাইড (NO)

১৪৭। জলীয় দ্রবণে pH এর সর্বোচ্চ মান কোনটি?
(ক) ৭
(খ) ১০
(গ) ১৪
(ঘ) ২০
উত্তরঃ (গ) ১৪

১৪৮। কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না?
(ক) রাইবোসোম
(খ) ক্লোরোপ্লাস্ট
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) পারোক্সিসোম
উত্তরঃ (ক) রাইবোসোম

১৪৯। প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কতভাগ 238U আইসোটোপ থাকে?
(ক) 50%
(খ) 99.3%
(গ) 0%
(ঘ) 69.3%
উত্তরঃ (খ) 99.3%

১৫০। জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়?
(ক) বায়োইনফরমেটিক্স
(খ) বায়োমেট্রিক্স
(গ) বায়োকেমিস্ট্রি
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (ক) বায়োইনফরমেটিক্স

১৫১। গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?
(ক) ইদুঁরের মাধ্যমে
(খ) মাইটের মাধ্যমে
(গ) বাতাসের মাধ্যমে
(ঘ) পাখির মাধ্যমে
উত্তরঃ (খ) মাইটের মাধ্যমে

১৫২। এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?
(ক) Red blood corpuscle
(খ) Thrombocyte
(গ) B Lymphocyte
(ঘ) Monocyte
উত্তরঃ B Lymphocyte

১৫৩। অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি?
(ক) গ্লাইসিন (Glycine)
(খ) সেরিন (Serine)
(গ) সিস্টিন (Cistine)
(ঘ) ভ্যালিন (Valine)
উত্তরঃ (ঘ) ভ্যালিন (Valine)

১৫৪। প্রকৃতিতে মৌলিক বল কয়টি?
(ক) 2 টি
(খ) 3 টি
(গ) 4 টি
(ঘ) 5 টি
উত্তরঃ (গ) 4 টি

১৫৫। জেমস্‌ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?
(ক) Ultra-violet
(খ) Infrared
(গ) Visible
(ঘ) X-ray
উত্তরঃ (খ) Infrared

১৫৬। কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না?
(ক) সবুজ
(খ) নীল
(গ) লাল
(ঘ) হলুদ
উত্তরঃ (ঘ) হলুদ

১৫৭। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হল-
(ক) Vitamin K
(খ) Vitamin A
(গ) Vitamin B
(ঘ) Vitamin C
উত্তরঃ (ক) Vitamin K

১৫৮। ফোটন শক্তি ‘E’ এর সমীকরণটি হল-
(ক) hλ/c
(খ) hc/λ
(গ) cλ/h
(ঘ) chλ
উত্তরঃ (খ) hc/λ

১৫৯। দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে-
(ক) প্রজাতি
(খ) বর্গ
(গ) রাজ্য
(ঘ) শ্রেণি
উত্তরঃ (ক) প্রজাতি

১৬০। ধাতব কার্বোনেটের সাথে এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
(ক) লবণ
(গ) পানি
(গ) কার্বন ডাইঅক্সাইড
(ঘ) সবগুলো
উত্তরঃ (ঘ) সবগুলো

46th BCS Preliminary ICT Question – ৪৬ তম বিসিএস প্রিলি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্নঃ

১৬১। Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক?
(ক) এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম
(খ) এটি Open source অপারেটিং সিস্টেম
(গ) ক এবং খ উভয়ই সত্য
(ঘ) কোনোটিই সত্য নয়
উত্তরঃ (ক) এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম

১৬২। নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম?
(ক) RAM
(খ) Hard Disk
(গ) ROM
(ঘ) Register
উত্তরঃ (ঘ) Register

১৬৩। নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না?
(ক) Size of RAM
(খ) Size of ROM
(গ) Size of Cache Memory
(ঘ) Size of Register
উত্তরঃ (খ) Size of ROM

১৬৪। নিচের কোনটি অক্টাল সংখ্যা (২৪) এর সঠিক বাইনারি রূপ?
(ক) (111 101)2
(খ) (010 100)2
(গ) (111 100)2
(ঘ) (101 010)2
উত্তরঃ (খ) (010 100)2

১৬৫। একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?
(ক) Command-Line Interface
(খ) Graphical User Interface
(গ) Block User Interface
(ঘ) Tap User Interface
উত্তরঃ (খ) Graphical User Interface

১৬৬। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?
(ক) এটি Interpreter-এর চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে
(খ) এটি প্রতি লাইন প্রোগ্রাম পড়ে এবং অনুবাদ করে
(গ) এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
(ঘ) এটি মেশিন প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে রূপান্তর করে?
উত্তরঃ (গ) এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে

১৬৭। নিচের কোনটি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়?
(ক) Facebook
(খ) Twitter
(গ) Instagram
(ঘ) Google
উত্তরঃ (ঘ) Google

১৬৮। Cellular Data Network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায়?
(ক) Global Positioning Radio Service
(খ) General Positioning Radio Service
(গ) Global Packet Radio Service
(ঘ) General Packet Radio Service
উত্তরঃ (ঘ) General Packet Radio Service

১৬৯। বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(ক) Antivirus
(খ) Digital Signature
(গ) Encryption
(ঘ) Firewall
উত্তরঃ (ঘ) Firewall

১৭০। নিচের কোনটি সার্চ ইঞ্চিন নয়?
(ক) Bing
(খ) Google
(গ) Yahoo
(ঘ) Safari
উত্তরঃ (ঘ) Safari

১৭১। ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে কী বলে?
(ক) HTML
(খ) Email
(গ) WWW
(ঘ) DWS
উত্তরঃ (গ) WWW

১৭২। গ্রাহকের চাহিদা অনুযায়ী, ইউটিলিটি-ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি Distributed Computing এর একটি দৃষ্টান্ত?
(ক) Remote Sensing
(খ) Cloud Computing
(গ) Remote Invocation
(ঘ) Private Computing
উত্তরঃ (খ) Cloud Computing

১৭৩। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়?
(ক) LAN
(খ) WAN
(গ) MAN
(ঘ) PAN
উত্তরঃ খ) WAN

১৭৪। নিচের কোন প্রযুক্তি Face Recognition সিস্টেমে ব্যবহার করা হয়?
(ক) Applied AI
(খ) Applied I0 T
(গ) Virtual Reality
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) Applied AI

১৭৫। নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত ‘MbPS’ এর পূর্ণরূপ কী?
(ক) Megabytes per second
(খ) Megabits per second
(গ) Milibits per second
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) Megabits per second

46th BCS Preliminary ICT Question – ৪৬ তম বিসিএস প্রিলি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্নঃ

১৭৬। একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
(ক) দক্ষিণ
(খ) দক্ষিণ-পশ্চিম
(গ) দক্ষিণ-পূর্ব
(ঘ) পূর্ব
উত্তরঃ (গ) দক্ষিণ-পূর্ব

১৭৭।

(ক) ৪৩৫২১
(খ) ৩৫৪২১
(গ) ৩৪৫১২
(ঘ) ৪৩৫১২
উত্তরঃ (খ) ৩৫৪২১

১৭৮। একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, “তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।” ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
(ক) মা
(খ) খালা
(গ) বোন
(ঘ) কন্যা
উত্তরঃ (গ) বোন

১৭৯। যদি E = 10, J = 20, O = 30, এবং T = 40 হয়, তাহলে B + E + S + T = ?
(ক) ৭১
(খ) ৮২
(গ) ৯০
(ঘ) ৯২
উত্তরঃ (ঘ) ৯২

১৮০। নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
(ক) Kiwi
(খ) Eagle
(গ) Emu
(ঘ) Ostrich
উত্তরঃ (খ) Eagle

১৮১। একজন মহিলা বলছেন, “আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।” মহিলার বয়স কত?
(ক) ২৩ বছর
(খ) ৩৪ বছর
(গ) ৪৫ বছর
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ৪৫ বছর

১৮২। যদি একটি কামান থেকে নিম্নলিখিত ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?

উত্তরঃ (গ)

১৮৩। একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
(ক) ২১০
(খ) ১০৫
(গ) ২২৫
(ঘ) ১৯৬
উত্তরঃ (খ) ১০৫

১৮৪। সেই জুটি নির্বাচন করুন যা- “Children : pediatrician” জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
(ক) Adult : Orthopedist
(খ) Kidney : Nephrologist
(গ) Females : Gynecologist
(ঘ) Skin : Darmatologist
উত্তরঃ (গ) Females : Gynecologist

১৮৫।

উত্তরঃ (ক)

১৮৬।

(ক) ৮০
(খ) ১১৪
(গ) ১০৮
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ১০৮

১৮৭। সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
(ক) Consciencious
(খ) Conscienctious
(গ) Consciencitious
(ঘ) Conscientious
উত্তরঃ (ঘ) Conscientious

১৮৮। একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে ৩ : ২ হলে এবং মহিলা সংখ্যা ২৫ জন হলে- পুরুষের সংখ্যা কত?
(ক) ৩০
(খ) ৩৫
(গ) ৪০
(ঘ) ৪৫
উত্তরঃ সঠিক উত্তর নেই, সঠিক উত্তরঃ ৩৭.৫

১৮৯। ‘Ubiquitous’ সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
(ক) Scarce
(খ) Abundant
(গ) Widespread
(ঘ) Limited
উত্তরঃ (গ) Widespread

১৯০। পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
(ক) ১৮
(খ) ২০
(গ) ২২
(ঘ) ২৪
উত্তরঃ সঠিক উত্তর নেই, সঠিক উত্তরঃ ১৭

46th BCS Preliminary Ethics, Values and Good Governance Question – ৪৬ তম বিসিএস প্রিলি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন প্রশ্নঃ

১৯১। ‘Animal Liberation’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) হেগেল
(খ) কান্ট
(গ) বেন্হাম
(ঘ) পিটার সিঙ্গার
উত্তরঃ (ঘ) পিটার সিঙ্গার

১৯২। কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?
(ক) নৈতিকতা-নিরপেক্ষ ক্রিয়া
(খ) সামাজিক ক্রিয়া
(গ) ঐচ্ছিক ক্রিয়া
(ঘ) ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া
উত্তরঃ (গ) ঐচ্ছিক ক্রিয়া

১৯৩। বাংলাদেশের ‘নব্য-নৈতিকতার’ প্রবর্তক হলেন-
(ক) মোহাম্মদ বরকতুল্লাহ
(খ) জি. সি. দেব
(গ) আরজ আলী মাতুব্বর
(ঘ) আব্দুল মতীন
উত্তরঃ (গ) আরজ আলী মাতুব্বর

১৯৪। নিচের কোনটি সুশাসনের মূলনীতি?
(ক) স্বচ্ছতা ও জবাবদিহিতা
(খ) কর্তৃত্ববাদী শাসন
(গ) কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ
(ঘ) স্বজন প্রীতি ও পক্ষপাতিত্ব
উত্তরঃ (ক) স্বচ্ছতা ও জবাবদিহিতা

১৯৫। “মানুষ হও এবং মরে বাঁচ।” – এটি কার উক্তি?
(ক) প্লেটো
(খ) হেগেল
(গ) জি. ই. ম্যূর
(হ) রাসেল
উত্তরঃ (খ) হেগেল

১৯৬। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?
(ক) ২০১০
(খ) ২০১১
(গ) ২০১২
(ঘ) ২০১৮
উত্তরঃ (গ) ২০১২

১৯৭। “দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।” – উক্তিটি কে করেছেন?
(ক) আর. বি. পেরি
(খ) প্লেটো
(গ) সি. ডি. ব্রড
(ঘ) বার্ট্রান্ড রাসেল
উত্তরঃ (ঘ) বার্ট্রান্ড রাসেল

১৯৮। ‘সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল’ – এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
(ক) জাতিসংঘ
(খ) জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি
(গ) বিশ্বব্যাংক
(ঘ) এশিয়া উন্নয়ন ব্যাংক
উত্তরঃ (গ) বিশ্বব্যাংক

১৯৯। নিচের কোনটি ‘SMART Bangladesh’ এর উপাদান?
(ক) Smart Democracy
(খ) Smart Politics
(গ) Smart Society
(ঘ) Smart Parliament
উত্তরঃ (গ) Smart Society

২০০। ‘Republic’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) বার্কলে
(খ) জন লক
(গ) ডেকার্ট
(ঘ) প্লেটো
উত্তরঃ (ঘ) প্লেটো