১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে, ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পার্থীদের ১ম ধাপের ভাইভার সময়সূচি প্রকাশ করেছে। 46th BCS Viva Schedule এর প্রথম ধাপে ৯৭৫ জন পার্থীর ভাইভা নেওয়া হবে। ৪৬ তম বিসিএস ভাইভার প্রথম ধাপ ২৮ ডিসেম্বর ২০২৫ এ শুরু হয়ে ০১ জানুয়ারি ২০২৬ এ শেষ হবে। প্রতিদিন ১৯৫ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

50th BCS Circular – ৫০ তম বিসিএস সার্কুলার সম্পর্কে বিস্তারিত।

46th BCS Viva Schedule – ৪৬ তম বিসিএস ভাইভার সময়সূচি

২৮/১২/২০২৫ রবিবার যাদের ভাইভা অনুষ্ঠিত হবে তাদের তালিকাঃ

46 BCS Viva Candidate, 28.12.2025

২৯/১২/২০২৫ তারিখঃ

৪৬ তম বিসিএস ভাইভা
৪৬ তম বিসিএস ভাইভার সময়সূচি

৪৬ বিসিএস ভাইভা ৩০/১২/২০২৫ তারিখঃ

৪৬তম বিসিএস ভাইভা ২০২৫-২৬
৪৬ তম বিসিএস ভাইভার তারিখ

46th BCS Viva Schedule ০১ জানুয়ারি ২০২৬ঃ

46th BCS Viva Date

৪৬ তম বিসিএস ভাইভার জন্য করণীয়

উত্তীর্ণ প্রার্থীরা ৪৬ তম বিসিএস এর জন্য নির্ধারিত অনলাইন ফরম-১( 46th BCS Examination 2023, BPSC From -1) http://bpsc.teletalk.com.bd/ এই লিঙ্ক হতে ডাউনলোড করে নিম্নলিখিত কাগজপত্র সহ সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার দিন নিজ নিজ বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে।

৪৬ তম বিসিএস অনলাইন ফরম-১ এর সাথে নিম্নোলিখিত প্রয়োজনীয় সনদ/ডকুমেন্টস এর ২ সেট সত্যায়িত কপি ভাইভা বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদ সমূহ বোর্ডে প্রদর্শন করতে হবে।

৩.১। প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি BPSC Form -1 এর বামপাশে স্ট্যাপলারের মাধ্যমে সংযুক্ত করতে হবে।

৩.২। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরুপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি।

৩.৩। বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমান পরীক্ষার সনদের সত্যায়িত কপি।

৩.৪। চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের সনদ/মার্কশীট/টেস্টিমোনিয়ালে যদি ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক(সম্মান) উল্লেখ না থাকে তবে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক(সম্মান) মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে।

৩.৫। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/ শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যয়িত কপি।

৩.৬। মেডিকেল(এমবিবিএস/বিডিএস) ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিএমডিসি, পশুপালন( ডিভিএম) ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল এবং অন্যান্য ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষা মণত্রনালয়/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদের একটি সত্যয়িত কপি।

৩.৭। যে সকল অবতীর্ণ(appeared) প্রার্থী হিসেবে শর্ত সাপেক্ষে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা ৩১/১২/২০২৩ তারিখের মধ্যে সম্পুর্ণ রূপে শেষ হয়েছে মর্মে সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক/ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ সংবলিত প্রত্যয়ন পত্রের সত্যয়িত কপি।

৩.৮। প্রার্থীর ওজন, উচ্চতা এবং বুকের মাপ সম্পর্কে বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল প্র্যকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যয়িত কপি।

৩.৯। বর্তমানে কোন সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/স্থানীয় সরকার সংস্থার চাকুরিতে নিয়োজিত থাকলে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের সত্যয়িত কপি।

৩.১০। কোন প্রার্থী সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/স্থানীয় সরকার সংস্থার চাকুরি থেকে ইস্তফা দান করলে বা চাকুরি হতে অপসারিত হলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র/গৃহীত ইস্তফাপত্র/ অপসারণ আদেশের সত্যয়িত কপি।

৩.১১। প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যয়িত কপি।

৩.১২। প্রতীবন্ধী নাগরিকদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা সমাজসেবা অফিদপ্তরের অধীন জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যয়িত কপি।

৩.১৩। তৃতীয় লিংগভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যয়িত কপি।

৩.১৪। যে সকল প্রার্থীর জাতীয় পরিচয়পত্র(NID) নম্বর রয়েছে সে সকল প্রার্থী NID এর সত্যয়িত কপি জমা দিবেন। যে সকল প্রার্থীর NID নম্বর নেই সে সকল প্রার্থী NID প্রাপ্তির পর কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর দরখাস্তসহ NID এর সত্যয়িত কপি জমা দিবেন।

৩.১৫। মুক্তিযোদ্ধা কোটা ধারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদের সত্যয়িত কপি জমা দিবেন।

৩.১৬। স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্রে সত্যয়িত কপি, স্ব-স্ব সিটি কর্পোরেশনের মেয়র/ ওয়ার্ড কমিশনার/ পৌর চেয়ারম্যান/ ইউনিয়ন চেয়ারম্যান/ নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদ জমা দিতে হবে।

৩.১৭। প্রাক চাকরির বৃত্তান্ত যাচাই ফরম(পুলিশ ভেরিফিকেশন ফরম) পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ তিন কপি ভাইভা বোর্ডে জমা দিতে হবে।

BPSC Form-3 অনলাইনে পূরণ করে, পূরণকৃত ফরমটির ২ কপি ভাইভা বোর্ডে জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার পূর্বেই উপরোক্ত সকল কাগজপত্রের স্ক্যান কপি একটি ফাইল হিসেবে নিম্নোক্ত গুগল ফরম এর মাধ্যমে দাখিল করতে হবে।

Google Form- https://forms.gle/Wenx7PCoZh2rZ5L98

Frequently Asked Question on 46th BCS Viva

৪৬তম বিসিএস ভাইভা কোথায় হবে?

৪৬তম বিসিএস ভাইভা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আগারগাঁও, শের-এ বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

৪৬তম বিসিএস ভাইভা কবে থেকে শুরু হবে?

৪৬তম বিসিএস ভাইভা ২৮ ডিসেম্বর, ২০২৫ থেকে শুরু হবে।

ভাইভা কয়টার সময় শুরু হবে?

সকাল ১০টাই।

৪৬ বিসিএস ভাইভার বিপিএসসির সম্পুর্ণ নোটিশটি দেখুন – 46th BCS Viva Notice