সম্প্রতি 49th Special BCS 2025 General Education ( ৪৯ তম স্পেশাল বিসিএস সাধারণ শিক্ষা ২০২৫) এর সার্কুলার প্রকাশ করেছে পিএসসি। এর মাধ্যমে সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ কলেজে( Teachers Training College) সরাসরি ৬৮৩ জন ক্যাডার প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। তন্মদ্ধে সাধারণ কলেজে ৬৫৩ টি পোস্ট এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ টি পোস্ট।
বি.দ্র. নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু অথবা অপসারণ জনিত কারনে পদ সংখ্যা পরিবর্তন হতে পারে।

49th Special BCS এর কোন পদে কত কতটি পোস্ট
৪৯ তম স্পেশাল বিসিএস এ, বাংলা প্রভাষক পদে পোস্ট রয়েছে ৬১ টি, ইংরেজি প্রভাষক পদে পোস্ট রয়েছে ৫০ টি, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদে পোস্ট রয়েছে ৫৫ টি, দর্শন প্রভাষক পদে পোস্ট রয়েছে ৩০ টি, অর্থনীতি প্রভাষক পদে পোস্ট রয়েছে ৪০ টি, প্রাণিবিদ্যা প্রভাষক পদে পোস্ট রয়েছে ১৫ টি।
এছাড়াও ৪৯ তম স্পেশাল বিসিএস এ ইতিহাস প্রভাষক পদে পোস্ট রয়েছে ৩০ টি। সমাজকল্যাণ প্রভাষক পদে পোস্ট রয়েছে ২৫ টি। রসায়ন প্রভাষক পদে পোস্ট রয়েছে ৩০ টি। ইসলামী শিক্ষা প্রভাষক পদে পোস্ট রয়েছে ১৫ টি।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পদে পোস্ট রয়েছে ৩২ টি। পদার্থবিদ্যার পোস্ট আছে ২৫ টি। উদ্ভিদবিদ্যার পোস্ট আছে ২৪ টি। সমাজবিজ্ঞান এর পোস্ট আছে ১৫ টি।
49th special BCS এ গণিতের পোস্ট আছে ৩০ টি। ভূগোল এর পোস্ট আছে ১৬ টি, হিসাববিজ্ঞান এর পোস্ট ৩০ টি।
৪৯ তম স্পেশাল বিসিএস এ প্রভাষক মার্কেটিং পদে পোস্ট আছে ১০ টি। ব্যবস্থাপনা পদে পোস্ট আছে ৩২ টি। ফিন্যান্স ও ব্যাংকিং এর পোস্ট রয়েছে ২০ টি।
৪৯ তম স্পেশাল বিসিএস এ মনোবিজ্ঞান এর পোস্ট রয়েছে ১০ টি, কৃষিবিজ্ঞান এর পোস্ট রয়েছে ৫ টি, পরিসংখ্যান এর পোস্ট রয়েছে ১৫ টি।
সংস্কৃত পদে পোস্ট রয়েছে ৫ টি, গার্হস্থ্য অর্থনীতি এর পোস্ট রয়েছে ৬ টি।
৪৯ তম বিসিএস এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি(ICT) এর পোস্ট রয়েছে ২৫ টি। খাদ্য ও পুষ্টি পদে পোস্ট রয়েছে ২ টি।
এগুলো ছিলো সাধারণ সরকারি কলেজের বিভিন্ন বিষয়ে পোস্ট সংখ্যা। এখন আমরা দেখবো সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমুহের কোন পদে কত পোস্ট।
49th Special BCS – ৪৯ তম স্পেশাল বিসিএস এ সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমুহের কোন পদে কত পোস্ট
টিচার্স ট্রেনিং কলেজে গণিতের পোস্ট আছে ২টি, বাংলার পোস্ট ৩ টি, বিজ্ঞানের পোস্ট ৩টি, ভূগোলের পোস্ট ৩ টি, শিক্ষা পোস্ট ৬ টি, রাষ্ট্রবিজ্ঞান ৪ টি। সাথে গার্হস্থ্য অর্থনীতি ২ টি, ইংরেজি ২টি এবং ইসলামিক আদর্শ এর পোস্ট রয়েছে ৩ টি। মোট ৩০ টি পোস্ট রয়েছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ।
৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষার আবেদনের শেষ ডেট
৪৯ তম স্পেশাল বিসিএস এ আবেদন শুরু হয়েছে ২২ জুলাই ২০২৫ দুপুর ১২ টা থেকে এবং শেষ হবে ২২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৬টা তে।
৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষার আবেদন ফি
অন্যান্য সরকারি চাকুরিতে আবেদনের মতোই ৪৯ তম বিসিএস এ আবেদন ফি ২০০ টাকা।
49th Special BCS এ আবেদনের যোগ্যতাঃ বয়সসীমা ও নাগরিকত্ব।
৪৯ তম বিসিএসে আবেদন করতে পার্থীর বয়স ১ জুলাই ২০২৫ তারিখে ২১ থেকে ৩২ এর মধ্যে হতে হবে। তথা কারো বয়স ১ জুলাই ৩২ এর চেয়ে বেশি হলে সে আবেদন করতে পারবে না।
এছাড়াও পার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এবং সরকারে অনুমতি ছাড়া কোন বিদেশী নাগরিককে বিয়ে করলে পার্থী অযোগ্য বলে গণ্য হবে।
৪৯ তম স্পেশাল বিসিএস এ আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
আবেদন করার সময় শুধু পার্থীর সদ্য তোলা রঙিন ছবি ৩০০/৩০০ পিক্সেল( এর কম বা বেশি হলে হবে না) আপলোড করতে হবে। পাশাপাশি ৩০০/৮০ পিক্সেল এর স্বাক্ষর আপলোড করতে হবে।
49th Special BCS পরীক্ষার সম্ভাব্য সময় ও কেন্দ্র
৪৯ তম বিশেষ বিসিএস-২০২৫ এর লিখিত পরীক্ষা (MCQ Type) ২০২৫ সালের অক্টোবর মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এই পরীক্ষা কেবল মাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তবে প্রার্থী সংখ্যা বেশী হলে ঢাকার বাইরের কেন্দ্রেও হতে পারে।
৪৯ তম স্পেশাল বিসিএস নিয়ে আজ এ পর্যন্তই। এর পরবর্তী আর্টিকেলে আমরা পরীক্ষার সিলেবাস এবং কোন পোস্টে কোন সাবজেক্ট থেকে পড়ে আবেদন করতে পারবেন তা নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ।