বর্তমান বাংলাদেশে বিসিএস ক্যাডার সবচেয়ে আকর্ষনীয় জব। আমলাদের রাজকীয় জীবনযাপন, অত্যধিক পদমর্যাদা, বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়া দেখে অনেকেই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন বুনে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্রছাত্রীদের প্রধান টার্গেট থাকে বিসিএস ক্যাডার হওয়া।

What is the BCS Cadre Salary in Bangladesh? This is a major question for job seekers.

তাই আজকে আমরা আলোচনা করবো বহুল কাঙ্ক্ষিত বিসিএস ক্যাডারেদের বেতন নিয়ে।

BCS Cadre Salary Scale-বিসিএস ক্যাডারের বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ (8th pay scale) অনুযায়ী বিসিএস ক্যাডারদের বেতন শুরু হয় ৯ম গ্রেডে।

তাই বিসিএস ক্যাডারদের বেতন জানার জন্য আমরা আগে ৮ম জাতীয় পে স্কেল অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতনের তালিকাটি দেখে নেওয়া যাক।

গ্রেডবেতন স্কেল
গ্রেড-১৭৮০০০
গ্রেড-২৬৬০০০-৭৬৪৯০
গ্রেড-৩৫৬৬০০-৭৪৪০০
গ্রেড-৪৫০০০০-৭১২০০
গ্রেড-৫৪৩০০০-৬৯৮৫০
গ্রেড-৬৩৫৫০০-৬৭০১০
গ্রেড-৭২৯০০০-৬৩৪১০
গ্রেড-৮২৩০০০-৫৫৪৭০
গ্রেড-৯ ২২০০০-৫৩০৬০

৯ম গ্রডের মূল বেতন বা ব্যাসিক(basic) ২২,০০০ টাকা হলেও ক্যাডারগণ শুরুতে একটি ইনক্রিমেন্ট (মূল বেতনের ৫%) পেয়ে তাদের বেতন দাঁড়ায় ২৩,১০০ টাকায়। এছাড়াও technical cadre যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষি বা সাধারণ শিক্ষা ক্যাডারদের যদি অনার্স বা মাস্টার্সে প্রথম শ্রেণী থাকে তবে আরো একটি ইনক্রিমেন্ট পেয়ে বেতন হয় ২৪,২৫৫ টাকা কিন্তু রাউন্ড ফিগার হিসেবে ২৪,২৬০ টাকা দেওয়া হয়। তবে অনার্স ও মাস্টার্স দুটিতেই ২য় শ্রেণী থাকলে একটি ইনক্রিমেন্ট দেওয়া হয়।

এটা হলো মূল বেতন বা বেসিক(basic salary) এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শিশুশিক্ষা ভাতা বাবদ যোগ হবে।

বাড়ি ভাড়া কর্মস্থলের উপর নির্ভর করে। ঢাকায় পোস্টিং হলে মূল বেতনের ৫৫% হারে ১২,৭০৫ টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনে ৪৫% হারে ১০,৩৯৫ টাকা এবং অন্যান্য অঞ্চলে ৪০% হারে ৯২৪০ টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকেন।

এছাড়া চিকিৎসা ভাতা বাবদ মাসিক ১৫০০ টাকা। শিশু শিক্ষা ভাতা হিসেবে একটি সন্তানের জন্য ৫০০ টাকা, দু’টি সন্তানের জন্য ১০০০ টাকা দু’এর অধিক সন্তান থাকলেও ১০০০ টাকায় পাবেন। কোন সন্তান না থাকলে শিশু শিক্ষা বাবদ কোন ভাতা পাবেন না।

BCS Cadre Total Salary বিসিএস ক্যাডারের মোট বেতন

মূল বেতন, বাড়ি ভাড়াসহ সবমিলিয়ে একজন নবনিযুক্ত বিসিএস ক্যাডার কর্মস্থল ভেদে নিম্নোক্ত বেতন পেয়ে থাকেনঃ

কর্মস্থলমূল বেতন বা বেসিকবাড়ি ভাড়াচিকিৎসা ভাতাশিশু শিক্ষা ভাতামোট (টাকা)
ঢাকা সিটি করপোরেশন২৩,১০০১২,৭০৫১৫০০১০০০৩৮৩০৫
অন্যান্য সিটি কর্পোরেশন২৩,১০০১০,৩৯৫১৫০০১০০০৩৫৯৯৫
অন্যান্য এলাকায়২৩,১০০৯,২৪০১৫০০১০০০৩৪৮৪০

তবে শুরুতে দুটি ইনক্রিমেন্ট পেলে বাড়ি ভাড়াসহ ৩৯,১০৩ টাকা বেতন পাবে। এখান থেকে সাধারণ প্রভিডেন্ট ফান্ড হিসেবে মূল বেতনের সর্বনিম্ন ৫% কর্তন করা হয়, এই টাকার উপর ১৩% হারে সুদ দেওয়া হয়। এছাড়া কল্যাণ তহবিলে ১০০ টাকা ও আয়কর বাবদ কিছু টাকা কাটা হয়। বাকি যেটা থাকবে সেটা আপনি বেতন হিসেবে পাবেন। এটা শুরুতে প্রায় সকল ক্যাডারদের(BCS Cadre list) জন্য একই।

এই হলো বিসিএস ক্যাডারদের বেতনের পরিমান(BCS Cadre Salary) । বিসিএস ক্যাডার মানে শুরুতেই কাঁড়ি কাঁড়ি টাকা নয়। চাকুরির অনেক বছর পর বেতন এক লক্ষ টাকায় পৌছায়। তাই শুরুতেই লক্ষ টাকার স্বপ্ন দেখলে আপনি অন্য রাস্তা খুজেন, বিসিএস আপনার জন্য না। ধন্যবাদ।