২৬শে নভেম্বর ২০২৫ তারিখে BPSC ৫০ তম বিসিএস সার্কুলার ২০২৫(50th BCS Circular 2025) প্রকাশ করেছে। আজকের পোস্টে আমি ৫০ তম বিসিএস সম্পর্কিত সম্ভাব্য তথ্য, পদসংখ্য, আবেদনের সময়, আবেদনের যোগ্যতা এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

৫০ তম বিসিএস এর পদসংখ্যা (Number of Post in 50th BCS)
৫০ তম বিসিএস এ সাধারণ ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার, শিক্ষা ক্যাডার, কারিগরি শিক্ষা ক্যাডার সহ মোট ১৭৬০ টি পদে নিয়োগ দেওয়া হবে। এখন আমি প্রতি ক্যাডারের পদসংখ্যা বিস্তারিত তুলে ধরবো।
৫০ তম বিসিএস এ সাধারণ ক্যাডারসমূহে পদসংখ্যা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্পন্নকারী ব্যক্তি সাধারণ ক্যাডারসমূহে আবেদন করতে পারবেন।
৫০ তম বিসিএস সাধারণ ক্যাডারসমূহে পদসংখ্যাঃ
| ক্যাডারের নাম | ক্যাডার কোড | পদসংখ্যা |
|---|---|---|
| বিসিএস(প্রশাসন) | ১১০ | ২০০ |
| বিসিএস(পররাষ্ট্র বিষয়ক) | ১১৫ | ১৫ |
| বিসিএস(পুলিশ) | ১১৭ | ৫০ |
| বিসিএস( আনসার) | ১১৮ | ১৩ |
| বিসিএস(নিরীক্ষা ও হিসাব) | ১১২ | ০৪ |
| বিসিএস(কর) | ১১৪ | ৫৭ |
| বিসিএস(শুল্ক ও আবগারি) | ১১৩ | ৪০ |
| বিসিএস(সমবায়) | ১১৯ | ০৯ |
| বিসিএস(রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক) | ১২৫ | ০১ |
| বিসিএস(তথ্য) | ১২১, ১২২, ১২৩ | ১৪ |
| বিসিএস(ডাক) | ১১৬ | ০৮ |
| বিসিএস(পরিবার পরিকল্পনা) | ১২৪ | ৩৬ |
| বিসিএস(খাদ্য) | ১১১ | ০৫ |
| মোট= | ৪৫২ |
৫০ তম বিসিএস এ প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারসমূহে পদসংখ্যা
বিসিএস প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে আবদেনের জন্য ওই ক্যাডার সংশ্লিষ্ট বিষয়ে যথোপযুক্ত ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
৫০ তম বিসিএস এ প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারসমূহে পদসংখ্যাঃ
| ক্যাডারের নাম | ক্যাডার কোড | পদসংখ্যা |
|---|---|---|
| বিসিএস(পরিসংখ্যান) | ৫৪০ | ০১ |
| বিসিএস(রেলওয়ে প্রকৌশল)(সহকারী নির্বাহী প্রকৌশলী) | ৩৫৩ | ০৮ |
| বিসিএস(রেলওয়ে প্রকৌশল)(সহকারী যন্ত্র প্রকৌশলী) | ৩৫১ | ০১ |
| বিসিএস(রেলওয়ে প্রকৌশল)(সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী) | ৩৫৪ | ০২ |
| বিসিএস(রেলওয়ে প্রকৌশল)(সহকারী সরঞ্জাম প্রকৌশলী) | ৩৫২ | ০২ |
| বিসিএস((রেলওয়ে প্রকৌশল)(সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী) | ৩৫৫ | ০১ |
| বিসিএস(সড়ক ও জনপথ) সিভিল | ৩৩১ | ৩২ |
| বিসিএস(সড়ক ও জনপথ) যান্ত্রিক | ৩৩২ | ০৯ |
| বিসিএস(তথ্য) সহকারী বেতার প্রকৌশলী | ৫৩০ | ৩৩ |
| বিসিএস(জনস্বাস্থ্য প্রকৌশল) | ৩২০ | ২২ |
| বিসিএস(বন) | ৫৫০ | ১২ |
| বিসিএস(মৎস্য) | ২৪০ | ৫৫ |
| বিসিএস(পশুসম্পদ) ভেটেরিনারি সার্জন/সায়েন্টিফিক অফিসার/লেকচারার/স্টোর অফিসার/ সমমানের পদ | ২৭০ | ০৮ |
| বিসিএস(পশুসম্পদ) সায়েন্টিফিক অফিসার/লেকচারার/ প্রাণিপুষ্টি কর্মকর্তা/অফিসার ইনচার্জ/জু-অফিসার/পাবলিসিটি অফিসার/পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার/সমমানের পদ | ২৮১ | ০২ |
| বিসিএস(কৃষি) কৃষি অধিদপ্তর | ২২৭ | ১২০ |
| বিসিএস(কৃষি) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট | ২২৬ | ০৫ |
| বিসিএস(কৃষি) কৃষি বিপণন অধিদপ্তর | ২২৯ | ৩৩ |
| বিসিএস (স্বাস্থ্য) | ৪১০ | ৬৫০ |
| বিসিএস (পরিবার পরিকল্পনা) মেডিকেল অফিসার | ৪১৫ | ৪৮ |
| বিসিএস(খাদ্য) | ৩৬০ | ০৭ |
| বিসিএস(গণপূর্ত) সহকারী প্রকৌশলী(সিভিল) | ৩১১ | ৩২ |
| বিসিএস(গণপূর্ত) সহকারী প্রকৌশলী(ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল) | ৩১২ | ৩৯ |
| মোট = | ১১২২ |
৫০ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে পদসংখ্যা
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের সরকারি সাধারণ কলেজসমূহে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সাধারণ শিক্ষা পদের ক্যাডার কোড ৬১০।
৫০ তম বিসিএস এ বিভিন্ন বিষয়ে শুন্য পদসংখ্যাঃ
| পদের নাম | ক্যাডার কোড | পদসংখ্যা |
|---|---|---|
| প্রভাষক(ইংরেজি) | ৬১০ | ০৬ |
| প্রভাষক(সমাজকল্যাণ) | ৬১০ | ০২ |
| প্রভাষক(রসায়ন) | ৬১০ | ২০ |
| প্রভাষক(ইসলামী শিক্ষা) | ৬১০ | ১০ |
| প্রভাষক(পদার্থবিদ্যা) | ৬১০ | ২০ |
| প্রভাষক(উদ্ভিদবিদ্যা) | ৬১০ | ০৮ |
| প্রভাষক(সমাজবিজ্ঞান) | ৬১০ | ০৩ |
| প্রভাষক(গণিত) | ৬১০ | ২৫ |
| প্রভাষক(হিসাববিজ্ঞান) | ৬১০ | ১০ |
| প্রভাষক(ব্যবস্থাপনা) | ৬১০ | ১০ |
| প্রভাষক( আরবি) | ৬১০ | ০৫ |
| প্রভাষক( আইসিটি) | ৬১০ | ২০ |
| মোট = | ১৩৯ |
৫০ তম বিসিএস সাধারণ শিক্ষাঃ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এর জন্য
| পদের নাম | ক্যাডার কোড | পদসংখ্যা |
|---|---|---|
| প্রভাষক (হাদিস) | ৬৬০ | ০৩ |
| প্রভাষক (তাফসির) | ৬৬০ | ০১ |
| প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) | ৬৬০ | ০২ |
| প্রভাষক (বাংলা) | ৬৬০ | ০৩ |
| প্রভাষক (ইংরেজি) | ৬৬০ | ০২ |
| প্রভাষক (পদার্থবিদ্যা) | ৬৬০ | ০৩ |
| প্রভাষক (রসায়ন) | ৬৬০ | ০২ |
| প্রভাষক (উদ্ভিদবিদ্যা) | ৬৬০ | ০২ |
| প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) | ৬৬০ | ০৩ |
| প্রভাষক ( আইসিটি) | ৬৬০ | ০১ |
| প্রভাষক (প্রাণিবিদ্যা) | ৬৬০ | ০২ |
| প্রভাষক (গণিত) | ৬৬০ | ০২ |
| মোট = | ২৬ |
৫০ তম বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারে পদসংখ্যা
বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারদের বিভিন্ন পলেটেকনিক ইন্সটিটিউট এবং গ্লাস এন্ড সিরামিক ইনস্টিটিউট এ ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ ক্যাডারে বিভিন্ন বিষয়ে পদসংখ্যাঃ
| পদের নাম | ক্যাডার কোড | পদসংখ্যা |
|---|---|---|
| ইন্সট্রাক্টর(সিভিল) | ৯০১ | ০৫ |
| ইন্সট্রাক্টর(ইলেকট্রিক্যাল) | ৯০২ | ০৩ |
| ইন্সট্রাক্টর((মেকানিক্যাল) | ৯০৩ | ০৪ |
| ইন্সট্রাক্টর(পাওয়ার) | ৯০৫ | ০৪ |
| ইন্সট্রাক্টর(কেমিক্যাল) | ৯০৬ | ০১ |
| ইন্সট্রাক্টর( আর্কিটেকচার) | ৯০৭ | ০১ |
| ইন্সট্রাক্টর(সিভিল উড) | ৯০৮ | ০১ |
| ইন্সট্রাক্টর(সিরামিক) | ৯১৬ | ০১ |
| মোট = | ২১ |
নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে পদসংখ্যস পরিবর্তন হতে পারে।
৫০ তম বিসিএস পরীক্ষা ২০২৫ এ আবেদনের সময়সূচি
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ০৪ ডিসেম্বর, ২০২৫ তারিখ সকাল ১০ টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২৫ এবং আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে পারবেন।
সম্পূর্ণ আবেদন অনলাইনে বিপিএসসির ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে।
৫০ তম বিসিএস এ আবেদনের বয়সের যোগ্যতা
০১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ এর মধ্যে হলে পার্থী ৫০ তম বিসিএস এ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
অর্থাৎ যাদের জন্ম ১ নভেম্বর ১৯৯৩ হতে ১ নভেম্বর ২০০৪ সালের মধ্যে তারাই ৫০ তম বিসিএস এ আবেদনের যোগ্য।
Frequently Asked Question on 50th BCS(৫০ তম বিসিএস সম্পর্কিত জিজ্ঞাসা)
০৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০ঃ০০ মিনিটে ৫০ তম বিসিএস এর আবেদন শুরু হবে।
৩১ শে ডিসেম্বর ২০২৫ রাত ১১ঃ৫৯ মিনিটে ৫০ তম বিসিএস এর আবেদন শেষ হবে।
৫০ তম বিসিএস এ আবেদন ফি মাত্র ২০০ টাকা।
তবে তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠি এবং প্রতিবন্ধী প্রার্থীর আবেদন ফি মাত্র ৫০ টাকা।
শুধু মাত্র প্রার্থীর ছবি ও স্বাক্ষর এর সফটকপি জমা দিতে হবে।
হ্যা পারবেন, যদি না এসএসসি বা এইচএসসি কোনটাই তৃতীয় বিভাগ না থাকে।
৩০ জানুয়ারি ২০২৬।
এই ছিলো ৫০ তম বিসিএস ক্যাডার সম্পর্কিত বিস্তারিত। পরবর্তী পোস্টে নন ক্যাডার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। বিসিএস এর সর্বশেষ আপডেট পেতে আমাদের BCS ANALYSIS নিয়মিত ভিজিট করুন।
