বিসিএসের আবেদনের সময় Cadre choice নিয়ে ঝামেলাই পড়তে হয় নি এমন কাউকে খুজে পাওয়া মুশকিল। হরেক রকমের ক্যাডার, আন্তঃক্যাডার বৈষম্য, কাজের প্রেসার, সুবিধা-অসুবিধা সঠিকভাবে না জেনেই ক্যাডার চয়েস দিয়ে দেয়। পরে মানায় নিতে পারে না। মনে রাখবেন যে ক্যাডারটি বেছে নিচ্ছেন সে পেশায় আপনাকে সারাজীবন কাটাতে হবে। তাই ভেবে চিন্তে ক্যাডার চয়েস দিবেন! আশা করি আজকের BCS Cadre list আর্টিকেলটি আপনাদের পছন্দের ক্যাডার বাছাই করতে সাহায্য করবে।
যদিও আপনি চাইলেও আপনার পছন্দের ক্যাডারটি নাও পেতে পারেন। বিসিএস লিখিত( BCS written syllabus সম্পর্কে জানুন) ও ভাইভার মোট প্রাপ্ত মার্কের ওপর ভিত্তি করে তৈরিকৃত মেধাতালিকার ক্রম অনুযায়ী আসন খালি সাপেক্ষে আপনি আপনার ক্যাডারটি পাবেন।
বিসিএস ক্যাডারের ধরণ (BCS Cadre Type)
বিসিএস ক্যাডারকে সাধারণত দুইভাগে ভাগ করা যায়। যথা: ১। সাধারণ ক্যাডার ও ২। কারিগরি/পেশাগত/টেকনিক্যাল ক্যাডার।
সাধারণ ক্যাডার বলতে সেই সকল ক্যাডারকে বুঝায় যে সকল ক্যাডারে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন করে আবেদন করা যায়। যেমন প্রশাসন ক্যাডার, যেকোন বিষয় নিয়ে পড়াশোনা করা ছাত্র প্রশাসন ক্যাডারের জন্য আবেদন করতে পারে।
অপরদিকে পেশাগত বা কারিগরি বলতে সেই সকল ক্যাডারকে বুঝায় যে সকল ক্যাডারে আবেদন করার জন্য বিশেষ কোন যোগ্যতা বা ডিগ্রি লাগে। যেমন স্বাস্থ্য ক্যাডার, স্বাস্থ্য ক্যাডারে আবেদন করার জন্য অবশ্যই আপনার বাংলাদেশের স্বীকৃত মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাগবে। তাছাড়া আপনি স্বাস্থ্য ক্যাডারে আবেদন করতে পারবেন না।
এছাড়াও পেশাগত ক্যাডারের জন্য আপনাকে ওই বিষয়ের উপর আলাদা ২০০ মার্কের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়।
BCS Cadre List (বিসিএস ক্যাডার লিস্ট)
বিসিএসে ২৭টি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। যার মধ্যে কিছু ক্যাডার সাধারণ আবার কিছু কারিগরি বা পেশাগত।
প্রথমে সাধারণ পেশাগুলোর নাম জেনে নেই:
১। বিসিএস ( পররাষ্ট্র বিষয়ক )
২। বিসিএস ( প্রসাশন )
৩। বিসিএস (পুলিশ )
৪। বিসিএস ( শুল্ক ও আবগারি )
৫। বিসিএস ( তথ্য ) [ তথ্য ক্যাডারে সাধারণ ও কারিগরি উভয় ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয় ]
৬। বিসিএস ( কর )
৭। বিসিএস ( আনসার )
৮। বিসিএস ( নিরীক্ষা ও হিসাব )
৯। বিসিএস ( পরিবার পরিকল্পনা )
১০। বিসিএস ( ডাক )
১১। বিসিএস ( সমবায় )
১২। বিসিএস ( বাণিজ্য ) [ তথ্য ক্যাডারে সাধারণ ও কারিগরি উভয় ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয় ]
১৩। বিসিএস ( রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ) [ তথ্য ক্যাডারে সাধারণ ও কারিগরি উভয় ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয় ]
১৪। বিসিএস ( খাদ্য ) [ তথ্য ক্যাডারে সাধারণ ও কারিগরি উভয় ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয় ]
বিসিএস কারিগরি ক্যাডার সমূহ:
১। বিসিএস ( স্বাস্থ্য )
২। বিসিএস ( কৃষি )
৩। বিসিএস ( মৎস্য )
৪। বিসিএস ( বন )
৫। বিসিএস ( সাধারণ শিক্ষা )
৬। বিসিএস ( পশু সম্পদ )
৭। বিসিএস ( জনস্বাস্থ্য প্রকৌশল )
৮। বিসিএস ( গণপূর্ত )
৯। বিসিএস ( রেলওয়ে প্রকৌশল )
১০। বিসিএস ( সড়ক ও জনপথ )
১১। বিসিএস ( পরিসংখ্যান )
১২। বিসিএস ( কারিগরি শিক্ষা )
১৩। বিসিএস ( পশু সম্পদ )