গত বছরের ন্যায় এবছরও ৩০শে নভেম্বর ৪৫ তম বিসিএসের সার্কুলার দিয়েছে। সার্কুলার সম্পর্কিত বিস্তারিত তথ্য বিপিএসসির ওয়েবসাইটে পাবেন। বিপিএসসি অনেক বড় একটা পিডিএফ ফাইল দিয়েছে। এই পোস্টে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরবো।
আবেদনের সময়
আবেদন শুরুর তারিখঃ ১০/১২/২০২২
আবেদনের শেষ তারিখঃ ৩১/১২/২০২২
প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময়
মার্চ, ২০২৩ এর দ্বিতীয় সপ্তাহ
আবেদনের বয়সসীমা
সাধারণ প্রার্থী অর্থাৎ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্য সকল প্রার্থীর বয়স ১ নভেম্বর ২০২২ তারিখে ২১ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। অর্থাৎ জন্ম তারিখ ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯২ এর মধ্যে হতে হবে।
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ১ নভেম্বর ২০২২ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্ম তারিখ ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯০ এর মধ্যে হতে হবে।
বিসিএস (সাধারণ শিক্ষা) এবং বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর বেলায় বয়স ১ নভেম্বর ২০২২ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্ম তারিখ ০২.১১.২০০১ থেকে ০২.১১.১৯৯০ এর মধ্যে হতে হবে।
বিসিএস প্রার্থীর অন্যান্য যোগ্যতা সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন।
৪৫তম বিসিএসের পদসংখ্যা (45th BCS Total Number of Post)
৪৫তম বিসিএসে মোট ক্যাডার পদসংখ্যা ২৩০৯ টি।
যার মধ্যে প্রশাসন ক্যাডারের পদসংখ্যা – ২৭৪ টি।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পদসংখ্যা – ১০ টি।
বিসিএস পুলিশ ক্যাডারের পদসংখ্যা – ৮০ টি।
বিসিএস আনসার ক্যাডারের পদসংখ্যা – ২৫ টি।
বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের পদসংখ্যা – ২০ টি।
বিসিএস কর ক্যাডারের পদসংখ্যা – ৩০ টি।
বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের পদসংখ্যা – ৫৪ টি।
বিসিএস সমবায় ক্যাডারের পদসংখ্যা – ৮ টি।
বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্য ক্যাডারের পদসংখ্যা – ৪ টি।
বিসিএস ডাক ক্যাডারের পদসংখ্যা – ৪ টি।
বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের পদসংখ্যা – ১২ টি।
বিসিএস খাদ্য ক্যাডারের পদসংখ্যা – ৩ টি।
এগুলো হলো সাধারণ ক্যাডারের পদসংখ্যা, এছাড়া বাকি ক্যাডার গুলো টেকনিকাল ক্যাডারের।