আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী?
“আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক Norman D. Palmer ও Howard C. Perkins বলেন, “আন্তর্জাতিক রাজনীতির চেয়ে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ব্যাপক। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণের জন্য আন্তর্জাতিক সম্পর্কের ধারণার উপ্র নির্ভর করতে হয়। “
আন্তর্জাতিক রাজনীতির সাথে সরাসরি সরকার জড়িত। আর আন্তর্জাতিক সম্পর্কের সাথে সরকারি ও বেসরকারি সংস্থা জড়িত।
আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা হলো সামষ্টিক বা Macro; আন্তর্জাতিক রাজনীতির আলোচনা হলো ব্যষ্টিক বা Micro.
আন্তর্জাতিক সম্পর্ক অনেকটা অরাজনৈতিক বিষয়াদি যেমন- সমাজ, প্রতিষ্ঠান ও প্রকৃয়াসমূহ নিয়ে আলোচনা করে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি সম্পূর্ণভাবে রাজনৈতিক। এটি বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্র-সম্পর্কিত দিক নিয়েই প্রধানত আলোচনা করে।
আন্তর্জাতিক সম্পর্কের মূল লক্ষ্য হলো বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্প্রীতি ও বন্ধুত্ব স্থাপন করা। আন্তর্জাতিক রাজনীতির মূল লক্ষ্য ক্ষমতা অর্জন ও বিভিন্ন রাষ্ট্রের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন।
আন্তর্জাতিক সম্পর্ক প্রত্যক্ষভাবে নীতি নির্ধারণ করে থাকে। আর আন্তর্জাতিক রাজনীতি করে পরোক্ষভাবে।
“International Relations concerns the relations or foreign affairs of nations. But International Politics deals only with political relations of states and focuses on how states collectively respond to the emerging global issues.” … Hns J Moregenthau.
আন্তর্জাতিক সম্পর্ক উদ্বেগ, অশান্তি ও উত্তেজনার পথ পরিহার করে সর্বদা একটি শান্তির পরিবেশ কামনা করে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি স্ব-রাষ্ট্রীয় স্বার্থের জন্য কখনো কখনো আদর্শ বা নীতিকে পরিত্যাগ করে।
আন্তর্জাতিক সম্পর্ক একটি সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষভাবে নির্ভরশীল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন বিজ্ঞানের সমষ্টি। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়ন বা চর্চা কোনো বিষয়ের উপর সরাসরি নির্ভরশীল নয়।